২৪ ঘণ্টায় দেশে করোনায় ১০ জনের মৃত্যু
শেখ সাজ্জাদ সদয়:
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩৩৯ জন। আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে, তবে বেড়েছে শনাক্তের হার।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
২৪ ঘণ্টায় মোট ১৮ হাজার ৮১২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৮০ শতাংশ। আগের দিন এ হার ছিল ১ দশমিক ৭৪ শতাংশ।
সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৫ লাখ ৬৫ হাজার ৮২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৭৭৮ জন।
এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৮ হাজার ৩৭১ জন। সবশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০৯ জন।