তারেক রহমানের দেশে না আসতে পারা একটি অশনি সংকেত: বাংলাদেশ পিপলস পার্টি-বিপিপি

0
news photo

আজ ১ ডিসেম্বর ২০২৫ ইং সোমবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ পিপলস পার্টি-বিপিপির আয়োজনে “ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি – নেতৃত্বের সংকট এবং উত্তরনের উপায়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মোঃ বাবুল সরদার চাখারী। আলোচনা সভায় বক্তব্য রাখেন গনফোরামের সভাপতি এ্যাড সুব্রত চৌধুরী, বাংলাদেশের বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গন অধিকার পরিষদ এর সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খান, বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব মোঃ আবদুল কাদের, গনফোরামের নির্বাহী সভাপতি এ্যাড জগলুল হায়দার আফ্রিক, আমজনতার দলের সাধারণ সম্পাদক মোঃ তারেক রহমান, বাংলাদেশ জাসদ এর স্থায়ী কমিটির সদস্য করিম শিকদার।

আলোচনা সভায় বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ। আমরা সবাই দোয়া করি উনি দ্রুত সুস্থ হয়ে দেশ ও মানুষের প্রয়োজনে রাজনীতিতে অংশগ্রহণ করবেন। তারেক রহমান তার ফেসবুকে একটা পোস্ট করেছেন যে তার বাংলাদেশে প্রত্যাবর্তন তার হাতে নেই। তার মানে উনাকে দেশে আসতে দেয়া হচ্ছে না। এটি একটি অশনি সংকেত। প্রধান উপদেষ্টা ড ইউনূস সাহেব আপনার নেতৃত্বে আমরা একটা সুন্দর গনতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। কিন্তুু আপনার নেতৃত্বে আমরা একটা বিভাজনের রাজনীতি দেখছি। আজকে ছাত্র নেতা প্রাডো গাড়ি চলেন। কি পরিমান দূর্নীতি হচ্ছে সেটি বাংলাদেশের মানুষ জানে। আপনি বাংলাদেশের চেয়ে বিদেশে থাকতে বেশি পছন্দ করেন। প্রতি সফরে বিশাল বহর নিয়ে যান। জনগনের ট্যাক্সের টাকায় এসব সফর করতে আপনার খারাপ লাগে না।অনেক হয়েছে দেশে সন্ত্রাস বেড়ে গেছে, দূর্নীতি বেড়ে গেছে, বেকারত্বের হার বেড়ে গেছে এমতাবস্থায় নির্বাচন সঠিক সময়ে হওয়া দরকার। বাংলাদেশের জনগন সুষ্ঠু নির্বাচন আশা করে।

বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব মোঃ আবদুল কাদের বলেন, গন অভ্যুত্থান এর পর অনেক নেতা তৈরি হয়েছে, বহু দল তৈরি হয়েছে তারা গরম গরম কথা বলছে! অশ্লীল ভাষায় সিনিয়র নেতাদের গালমন্দ করছে। এভাবে নেতা হওয়া যায় না। ৫ আগষ্টের পর মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে অনেক বিতর্ক তৈরি করা হয়েছে! যেটা সেটেলমেন্ট ইস্যু সেই ইস্যুকে নিয়ে বিতর্ক তৈরি করে জনগনের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, উনার ছেলে তারেক রহমানের এ মুহূর্তে বেগম খালেদা জিয়ার পাশে থাকা দরকার তবে তিনি ফেসবুকে পোষ্ট করেছেন উনার বাংলাদেশে ফেরার ইচ্ছে থাকলেও সিদ্ধান্ত নেবার একক ক্ষমতা উনার নেই। তার মানে উনি সহসাই বাংলাদেশে আসবেন না। তাহলে রাজনীতিতে যে নেতৃত্বের সংকট তৈরি হচ্ছে তা বাংলাদেশের ভবিষ্যতের জন্য অশনিসংকেত। আরেক দল বেহেশতের টিকিট বিক্রি করে জনগনের কাছে ভোট চাচ্ছে। এগুলো কিসের আলামত? এনসিপির নেতাদের আসনে সরকারি বরাদ্দ যাচ্ছে তাহলে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হচ্ছে। যদি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয় তাহলে জনগন সেই নির্বাচনকে প্রতিহত করবে। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ পিপলস পার্টির কো-চেয়ারম্যান পারভীন নাসের ভাসানী, প্রেসিডিয়াম মেম্বার এ্যাড জসিম উদ্দিন, নাজমা আক্তার, জান্নাতুল ফেরদৌস, কামাল আহমেদ, ভাইস চেয়ারম্যান শিল্পী আক্তার, শাহিদা আক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *