আমরা শিশু লায়ন মোঃ গনি মিয়া বাবুল

0
WhatsApp Image 2025-07-02 at 19.24.48_490444a9

আমরা শিশু
লায়ন মোঃ গনি মিয়া বাবুল

আমরা শিশু আমরা কিশোর
ইশকুলেতে যাব,
লেখাপড়া শিখে মোরা
অনেক বড় হব।
দেশ ও জাতির উন্নয়নে
সু-শিক্ষাই মূল,
নকল থেকে থাকব দূরে
ফুটাবো সব ফুল।
লক্ষ্য মোদের সত্য সুন্দর
চলব সঠিক পথে,
সকল আঁধার মুছে দেব
অরুপ আলোর রথে।
শিক্ষা গুরুর আদেশ নিষেধ
চলব সদা মেনে,
মানুষ গড়ার কারিগরদের
রাখব আপন জেনে।

পরিচিতি ঃ
লায়ন মোঃ গনি মিয়া বাবুল
(শিক্ষক, কবি, কলাম লেখক, সংগঠক ও সমাজসেবক)
যুগ্মমহাসচিব, নিরাপদ সড়ক চাই (নিসচা)
কেন্দ্রীয় কমিটি
৭০ কাকরাইল, ঢাকা-১০০০।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *