সাবেক এমপি আলহাজ্ব এস এ খালেকের পুত্র আব্দুল লতিফ পাপ্পু সানজিদা ইসলাম তুলিকে সমর্থন জানিয়েছেন

0
619724805_122171136146690409_379357496729835539_n

সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ্ব এস এ খালেকের পুত্র সৈয়দ আব্দুল লতিফ পাপ্পুর বাসায় মতবিনিময় সভা, সর্বাত্মক সহযোগিতার ঘোষণা। ঢাকা-১৪ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী প্রস্তুতি ও কৌশল নির্ধারণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা–১৪ আসনের বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য এস এ খালেকের সুযোগ্য সন্তান সৈয়দ আব্দুল লতিফ পাপ্পুর আমন্ত্রণে তাঁর নিজ বাসভবনে এ সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্পোকসপার্সন ড. মাহদী আমিনসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, ঢাকা-১৪ আসন বিএনপির একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক এলাকা। এই আসনে দলীয় ঐক্য, তৃণমূলের সংযোগ এবং জনগণের আস্থা ধরে রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জনগণ উন্নয়ন বঞ্চিত ও নাগরিক সেবা থেকে বঞ্চিত। তাই জনগণের প্রত্যাশা পূরণে একটি গ্রহণযোগ্য, শিক্ষিত ও দক্ষ নেতৃত্বের বিকল্প নেই।
এ সময় সৈয়দ আব্দুল লতিফ পাপ্পু বলেন, “আমার পরিবার দীর্ঘদিন ধরে এই আসনের মানুষের পাশে রয়েছে। আমার পিতা এস এ খালেক সাহেব সবসময় জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করেছিলেন। সেই ধারাবাহিকতায় আমরাও জনগণের সেবায় নিয়োজিত থাকতে চাই। দল মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি একজন যোগ্য, শিক্ষিত ও পরিশ্রমী নেতৃত্ব। তাঁর বিজয়ের জন্য আমি সর্বাত্মকভাবে পাশে থাকবো এবং নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।”
বিএনপির স্পোকসপার্সন মাহদী আমিন বলেন, “ঢাকা-১৪ এ জনগণ পরিবর্তন চায়। একটি সুশাসন ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। দলের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সমন্বিত প্রচেষ্টা চালাতে হবে।”
মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি সভায় উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আমি রাজনীতিকে মানুষের সেবা হিসেবে দেখি। ঢাকা-১৪ এর নাগরিক সমস্যা—যানজট, জলাবদ্ধতা, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সমাধানে বাস্তবভিত্তিক পরিকল্পনা নিয়ে কাজ করবো। আপনাদের সহযোগিতাই আমার শক্তি।” সভা শেষে নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে দলীয় ঐক্য সুসংহত করে ঘরে ঘরে গিয়ে প্রচারণা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের সমন্বয় ও ঐক্যের বার্তা ঢাকা-১৪ আসনে বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও সুদৃঢ় করবে এবং নির্বাচনী মাঠে ইতিবাচক প্রভাব ফেলবে।
এদিকে ঢাকা-১৪ বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী সানজিদা ইসলাম তুলির নেতৃত্বে দারুস সালাম থানার সামনে থেকে প্রচার মিছিল বের হয়, এতে হাজার হাজার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গাবতলিতে এসে শেষ হয়। বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দেয়ার জন্য ঢাকা-১৪ বাসীকে আহ্বান জানান।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *