খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশের তল্লাশি: প্রতিবাদ সভার সিদ্ধান্ত

0

0e38dc159387033287b70a501efbe9f0-5921d2755f6ee

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পুলিশের তল্লাশির প্রতিবাদে সারাদেশে প্রতিবাদ সভার সিদ্ধান্ত নিয়েছে দলটি। সরকার প্রতিবাদ সভায় বাধা দিলে বিক্ষোভ-সমাবেশ করারও সিদ্ধান্ত নেয় বিএনপি। রবিবার রাতে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত একাধিক কেন্দ্রীয় নেতা এই তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে অংশ নেওয়ার একজন সদস্য জানান, ‘এ সপ্তাহেই প্রতিবাদ সভা করা হবে।’ বৈঠকের বিষয়ে আরেক সদস্য জানান, ‘স্থায়ী কমিটির বৈঠকে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে পুলিশের তল্লাশির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।’ তিনি আরও জানান, ‘পুলিশি তল্লাশির প্রতিবাদে স্মারক লিপি দেওয়া হবে।

স্থায়ী কমিটির বৈঠকের বিষয়ে জানতে চাইলে বিএপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেন, ‘গুলশান কার্যালয়ে পুলিশের তল্লাশির বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে এবং এ ঘটনার প্রতিবাদের প্রতিবাদ সভার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে আপনাদের ব্রিফ করবেন।’

এর আগে রবিবার রাত পৌনে দশটার দিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়, শেষ হয় এগারোটার দিকে।

খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহম্মদ, তরিকুল ইসলাম, নজরুল ইসলাম খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বরচন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।
অসুস্থতার কারণে বৈঠকে আসতে পারেনি এমকে আনোয়ার। এছাড়া লন্ডনে থাকায় তারেক রহমান ও ভারতে চিকিৎসাধীন থাকায় সালাউদ্দিন আহমেদও উপস্থিত হতে পারেননি।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *