প্রতিটি উপজেলায় একটি বাড়ি একটি খামার’র স্থায়ী কার্যালয় স্থাপনে সমঝোতা

দেশের প্রতিটি উপজেলায় ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের স্থায়ী কার্যালয় স্থাপনের জন্য পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ ও স্থানীয় সরকার বিভাগের মধ্যে এক সমঝোতা স্মারক সই হয়েছে।
সোমবার সচিবালয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব মাফরূহা সুলতানা নিজ নিজ বিভাগের পক্ষে সমঝোতায় সই করেন।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ।
অনুষ্ঠানে খন্দকার মোশাররফ হোসেন বলেন, দারিদ্র্য বিমোচনের মাধ্যমে এ প্রকল্প গ্রামীণ জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে। দেশব্যাপী এ কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রতি উপজেলা পরিষদের ক্যাম্পাসে একটি করে পাকা অফিস ভবন নির্মাণের সিদ্ধান্ত গ্রহণের প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ নীতিগতভাবে তা বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়।
তিনি বলেন, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের বাস্তবায়নাধীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প দেশের ৬৪ টি জেলার ৪৯০ টি উপজেলার গরিব মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে। ক্ষুধা ও দারিদ্র্য বিমোচনের মধ্য দিয়ে আর্থ-সামাজিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলাই এ প্রকল্পের মূল লক্ষ্য।
মন্ত্রী বলেন, প্রকল্পের উন্নয়নমূলক এ কর্মকাণ্ড চলমান রাখার জন্য প্রতিষ্ঠিত হয়েছে পল্লী সঞ্চয় ব্যাংক, যা উপকারভোগী সদস্যদের মাঝে সহজ শর্তে জামানতবিহীন ঋণ সুবিধা দেবে। এ প্রকল্পের ২য় মেয়াদ জুন ২০১৬ পর্যন্ত ৪০ হাজার ২১৬ টি গ্রাম উন্নয়ন সমিতি গঠনের মাধ্যমে প্রায় ২২ লাখ সদস্য পরিবারের সঙ্গে কার্যক্রম পরিচালনা করে আসছে, এর সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকা দরিদ্র মানুষের সংখ্যা এক কোটিরও বেশি।