বাবা হত্যায় ছেলের দায় স্বীকার

0
Narayanganj20170522215057

Narayanganj20170522215057

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাতে বাবা ইব্রাহিম শেখকে (৫০) খুনের ঘটনায় গ্রেফতার ছেলে ফয়সাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।সোমবার বিকেলে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ন কবিরের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন।

জবানবন্দিতে ফয়সাল জানান, নিজের জীবন রক্ষার্থে উত্তেজিত হয়ে বাবার হাতে থাকা ছুরি দিয়ে তাকে আঘাত করলে তিনি মারা যান। বাবাকে খুন করবে এমন উদ্দেশ্যে নিয়ে ছুরিকাঘাত করেনি বলে তিনি আদালতকে জানিয়েছেন।

এর আগে সোমবার সকালে বাবকে খুনের ঘটনায় নিহতের মেয়ে জান্নাতুল মাওয়া লিজা বাদী হয়ে তার বড় ভাই ফয়সালকে (২৫) আসামি করে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নারায়ণগঞ্জ কোর্ট পরিদর্শক সোহেল আলম জানান, হত্যা মামলার আসামি ফয়সাল হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানা পুলিশের এসআই সাইফুর রহমান জানান, ফয়সাল বাবাকে হত্যার দায় স্বীকার করেছে। তিনি জবানবন্দিতে আদালতকে জানিয়েছেন, পারিবারিক কলহের জের ধরে তার বাবা ইব্রাহিম শেখ প্রতিনিয়ত বাসায় এসে ছোট বোনদের মারধর করতো। প্রতিদিনের ন্যায় রোববারও অহেতুক ছোট বোনদের মারধর করেন তিনি। এতে ফয়সাল প্রতিবাদ করায় তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পরে ফয়সালের বাবা তার কোমড়ে থাকা একটি লোহার ছুরি বের করে ফয়সালকে আঘাত করার চেষ্টা করেন। এ সময় বাবার হাত থেকে ছুরিটি নিয়ে ফয়সাল তাকে আঘাত করলে ঘটনাস্থলে তিনি মারা যান। তবে হত্যার উদ্দেশ্যে বাবাকে ছুরি দিয়ে আঘাত করেননি বলে জানান ফয়সাল।

প্রসঙ্গত রোববার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার হাজীগঞ্জে পারিবারিক কলহের জের ধরে বৃদ্ধ বাবা ইব্রাহিম শেখকে (৫০) ছুরিকাঘাত করে হত্যা করে গার্মেন্ট কর্মী ছেলে ফয়সাল।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *