বঙ্গবন্ধুর ওপর চলচ্চিত্র নির্মাণের বিষয়ে দুইপক্ষ : হর্ষবর্ধন শ্রিংলা

0
f6293902d5f83b023630cfe51f55e27f-592456172f6bf

f6293902d5f83b023630cfe51f55e27f-592456172f6bf

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর চলচ্চিত্র নির্মাণ করবে বাংলাদেশ ও ভারত।’ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা একথা জানান।

হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ‘বঙ্গবন্ধুর ওপর চলচ্চিত্র নির্মাণের বিষয়ে দুইপক্ষ একমত হয়েছে। এটি কোনও ডকুমেন্টারি ফিল্ম নয়, আমরা এমন একটি চলচ্চিত্র বানানোর কথা বলছি যা বাণিজ্যিকভাবে সফল হবে এবং মানুষ পয়সা খরচ করে দেখতে আসবে। যে ধরণের চলচ্চিত্র হলিউড বা বলিউডে তৈরি করা হয় আমরা তেমন চলচ্চিত্র তৈরি করবো।’

আমরা এমন একটি কিছু করতে চাই যেটি অসাধারণ হবে উল্লেখ করে এই রাষ্ট্রদূত বলেন, ‘দেখা যাক কি ধরণের চলচ্চিত্র আমরা তৈরি করতে পারি। অরুন্ধতি দাসের সঙ্গে পরামর্শ করবো এ বিষয়টি শুরু করার জন্য। আমরা দুই দেশেই একটি সংস্থা খুঁজছি যে চলচ্চিত্রটি প্রযোজনা করতে পারবে।’
রাষ্ট্রদূত আরও বলেন, ‘ভারতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর হিন্দি অনুবাদ করা হযেছে এবং এর ফলে প্রচুর ভারতীয় এ বইটি পড়তে পারবেন।’

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *