দুই স্কুলছাত্রী ধর্ষণের শিকার, গ্রেফতার ১

0
kids-dhorson2016081218534720170524175432

kids-dhorson2016081218534720170524175432

রংপুরের পীরগঞ্জে দুই স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামুন (২৭) নামে এক ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার মামুন উপজেলার খেজমতপুরের আলিমুদ্দিনের ছেলে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার খেজমতপুর এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রী (৭) ও দাখিল মাদরাসার ৫ম শ্রেণির ছাত্রী (১০) গত শুক্রবার দুপুরে নদীতে গোসল করতে খেজমতপুর গ্রাম ঘেষা আঁখিরা নদীতে যায়।

এ সময় দুই ধর্ষক মামুন ও শাহজাহানের ছেলে জামরুল জমি চাষের পাওয়ার টিলার পরিষ্কার করতে একই স্থানে আসে। দুই শিক্ষার্থীকে একা পেয়ে জোরপূর্বক নদীর কিনারের ভুট্টা খেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ ঘটনা লোকলজ্জা ও হুমকি-ধামকির ভয়ে গোপন থাকলেও পরে তা জানাজানি হয়।

ওই ঘটনায় বুধবার দুপুরে এক শিশুর মা বাদী হয়ে দুইজনকে আসামি করে পীরগঞ্জ থানায় মামলা করেন। মামলা দায়েরের পরপরই মামুনকে গ্রেফতার করে পুলিশ।

পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, মেয়ে দুটি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার দুপুরের পর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের জবানবন্দি নেয়া হয়েছে। অপর ধর্ষককে গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *