সোমবার আইএইএ সম্মেলনে ভিয়েনা যাচ্ছেন প্রধানমন্ত্রী

0
0fb82bb1ffa842862d29d16214a5b853-58c971d4d35f5

0fb82bb1ffa842862d29d16214a5b853-58c971d4d35f5

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রিয়ায় ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আই এ ই এ) সম্মেলনে যোগদানের লক্ষ্যে দুই দিনের সরকারি সফরে আগামীকাল সোমবার ভিয়েনার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

প্রধানমন্ত্রী ৩০ মে ‘আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার টেকনিক্যাল সহযোগিতা কর্মসূচি : ৬০ বছর পেরিয়ে উন্নয়নে অবদান ’ শীর্ষক সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

সফরকালে প্রধানমন্ত্রী অস্ট্রিয়ান ফেডারেল চ্যান্সেলর ক্রিশ্চিয়ান কের্ন এবং অস্ট্রিয়ান ফেডারেল প্রেসিডেন্ট আলেকজান্ডার ভান্ডার বিলেনের সঙ্গে বৈঠক করবেন। আইএইএ মহাপরিচালক ইয়োকিয়া আমানোর সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সকালে বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *