বাংলাদেশে ব্যবসার পরিবেশ উন্নত করার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা

নিউজিল্যান্ড ও সিঙ্গাপুরের মতো বাংলাদেশে ব্যবসার পরিবেশ উন্নত করার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘ওয়ান স্টপ সার্ভিসের গ্লোবাল বেস্ট প্র্যাকটিস’ শীর্ষক অভিজ্ঞতা বিনিময় সভায় এ দাবি জানানো হয়।
বিডা’র নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। বিডা কর্মকর্তাদের উপস্থিতিতে সভায় অভিজ্ঞতা বিনিময় করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের (ডব্লিউবিজি) সিনিয়র অর্থনীতিবিদ মাশরুর রিয়াজ, বিল্ড’র উপদেষ্টা আসিফ ইব্রাহিম এবং ডব্লিউবিজি’র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট মিয়া রহমত আলি।
সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক বলেন, আমাদের সাধারণ জনগণের ভাগ্য উন্নয়নের জন্য ব্যবসার পরিবেশ উন্নত করতে হবে। নিউজিল্যান্ডের ইজ অব ডুয়িং বিজনেস র্যা ঙ্কিয়ের শীর্ষে অবস্থানের উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে মাত্র ৩৫ মিনিটে অনলাইনে কোম্পানি রেজিস্ট্রেশনের সকল প্রক্রিয়া সম্পন্ন হয়। ব্যবসা প্রক্রিয়া সহজ এবং ব্যবসার পরিবেশ উন্নত হওয়ার কারণে মাত্র ৪৫ লাখ জনসংখ্যার নিউজিল্যান্ডে ৫ লাখ ৭০ হাজার পাবলিক লিমিটেড কোম্পানি গড়ে উঠেছে যা এক কথায় অভূতপূর্ব। তিনি বলেন, নিউজিল্যান্ড ও সিঙ্গাপুর ই-গভর্নেন্স (ইলেকট্রনিক গভর্নেন্স) থেকে আই-গভর্নেন্স (ইন্টিগ্রেটেড গভর্নেন্স) এর যুগে প্রবেশ করেছে। আন্তঃমন্ত্রণালয় ও আন্তঃসংস্থা সমন্বয় দ্রুত ও সহজীকরণের মাধ্যমে ব্যবসা প্রক্রিয়া সহজ ও ব্যবসার পরিবেশ উন্নতকরণের লক্ষ্যে আমাদেরও এ পথ অনুসরণ করতে হবে।
বিল্ডের উপদেষ্টা আসিফ ইব্রাহিম বলেন, এ সফরের অন্যতম অভিজ্ঞতা হলো, পলিসি সংস্কারের ক্ষেত্রে প্রাইভেট সেক্টরের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। তিনি বলেন, নিউজিল্যান্ড ও সিঙ্গাপুরে প্রাইভেট সেক্টর সরকারের পলিসি প্রণয়নে এত বেশি সক্রিয় যে, তারা সরকারি সংস্থার সেবার মান কেমন তা সার্ভিস ডেলিভারি র্যা ঙ্কিংয়ের মাধ্যমে নির্ধারণ করে।
বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম বলেন, ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ উন্নতকরণের লক্ষ্যে আমরা দ্রুততম সময়ের মধ্যে আই-গভর্নেন্সের একটি রূপরেখা দাঁড় করাব। তিনি সফরকারীদের এ অভিজ্ঞতা বিডা’র ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে দিক-নির্দেশক হিসেবে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।