বরিশালে লঞ্চ চলাচল স্বাভাবিক

0
1496137734

1496137734

ঘূর্ণিঝড় ‘মোরা’র কারণে টানা ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর আজ মঙ্গলবার দুপুর সোয়া তিনটার দিকে বরিশালের অভ্যন্তরীণ রুটে ও দূরপাল্লার সকল লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। বিআইডব্লিউটিএ বরিশালের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু সরকার এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে যাওয়ায় সকল লঞ্চ চলাচল স্বাভাবিক করা হয়েছে। বেশ কয়েকটি লঞ্চ বরিশাল নদী বন্দর ত্যাগ করেছে।

বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. মিলন হাওলাদার বলেন, ঘূর্ণিঝড় ‘মোরা’ বাংলাদেশের উপকূল অতিক্রম করার ফলে নদী বন্দরে ২নং সতর্ক সংকেত এবং সমুদ্র বন্দরে ৩নং সংকেত জারি করা রয়েছে। এছাড়া আবহাওয়া স্বাভাবিক রয়েছে।

প্রসঙ্গত: ঘূর্ণিঝড় ‘মোরা’য় বরিশাল অঞ্চলে তেমন কোনো প্রভাব পড়েনি। উল্লেখযোগ্য বৃষ্টি বা বাতাসও ছিল না।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *