গান নিয়েই বাকি জীবন কাটাতে চান কে.ডি.উজ্জ্বল…

0

18985418_1949003808666055_1144149098_n
কখনও মঞ্চে,কখনও টিভিতে আবার কখনও রেডিও তে। গত ২ বছরে পর পর ২টি একক এবং ১টি মিশ্র এ্যালবাম প্রকাশ পেয়েছে তার। এ্যালবাম গুলো- অবুঝ মন, রংধনু এবং আকাশলীনা। তার একক এ্যালবাম ২ টির সুর ও সংগীত পরিচালনা করেছেন কে.ডি.উজ্জ্বল নিজেই, এবং মিশ্র এ্যালবামটির সুর ও সংগীত পরিচালনা করেছেন দেশের প্রখ্যাত সংগীত পরিচালক বাসুদেব ঘোষ। গীত রচনা করেছেন ফারুক আহমেদ, অধরা জাহান এবং বিল্লাল হোসেন জীবন।
একবছর অপেক্ষার পালা শেষে এবছর ঈদেই প্রকাশ পাচ্ছে আর একটি নতুন এ্যালবাম। কে.ডি.উজ্জ্বল এর গান গাওয়ার শুরুটা সেই ছোট্টবেলা থেকেই।বাবার হাতেই তার সংগীতে হাতেখড়ি। তারপর ওস্তাদ মঙ্গল চন্দ্র দাশ এর কাছে প্রায় ১০ বছর উচ্চাঙ্গ সংগীতের পাশাপাশি সব ধরনের সংগীতেই তিনি তালিম নেন। তারপর নিজের জেলা রাজশাহী থেকে ২০০৪ সালে চলে আসেন ঢাকায় সংগীত শিল্পী হিসেবে প্রতিষ্ঠা পাবার জন্য। ক্ল্যাসিকেল, আধুনিক ও ফোক গান দিয়ে তিনি শ্রোতাদের মন জয় করে নিতে চান। তার একক ও মিক্সড এ্যালবামের মধ্যে অবুঝ মন, হায়রে জীবন, এই মেয়ে শোন, আমার এ ভালোবাসা তোমারই জন্য, আইলানা বন্ধু, আকাশে মেঘেরা ভাসে, অবসান ঘটবে কবে ও দ্বারে এসে কেনো? গান গুলো জনপ্রিয়তা লাভ করেছে।বাসুদেব ঘোষ এর সুর ও সংগীতে তার দ্বিতীয় মিক্সড এ্যলবাম রোজার ঈদে রিলিজ হতে যাচ্ছে।
সব মিলিয়ে অনেক ব্যস্ততার মধ্যেই সময় কাটছে তার। কাউকে অনুসরন করে নয়, কে.ডি.উজ্জ্বল নিজের পরিচয়ে পরিচিত হয়ে ও সংগীতের দক্ষতা দিয়ে তার নিজস্বতা সবার কাছে তুলে ধরতে চান। প্লেব্যাকে প্রচন্ড আগ্রহ তাই সবার ভালবাসা নিয়ে কে.ডি.উজ্জ্বল চলচ্চিত্রের একজন দক্ষ প্লেব্যাক গায়ক হিসেবে প্রতিষ্ঠিত হতে চান। কে.ডি. উজ্জ্বল গান গাওয়ার পাশাপাশি গীতিকার, সুরকার ও সংগীত পরিচালনাও করেন। তার সুরে গান করেছেন জনপ্রিয় কন্ঠশিল্পী রাশেদ জামান , জি বাংলা সা রে গা মা পা খ্যাত বিন্দিয়া খান, চ্যানেল আই সেরা কন্ঠের রুমানা আক্তার ইতি সহ এ প্রজন্মের নতুন অনেক শিল্পীরা।
উল্লেখ্য, দ্যাশ বাংলা থিয়েটার এ তিনি নিয়মিত অভিনয় এবং সংগীত পরিচালনা করে আসছেন।
বহুমুখী প্রতিভার অধিকারী এই শিল্পী গান নিয়েই কাটাতে চান বাকিটা জীবন। তার সব গুলো গান শুনতে Youtube এ K.D.Ujjol লিখে খুঁজলেই পাওয়া যাবে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *