পাকিস্তান জিতলে বাংলাদেশের ক্ষতি

0
114839J4VrP

114839J4VrP

আজ রবিবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির অষ্টম আসরের ফাইনালে শিরোপা জয়ের লড়াইয়ে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও পাকিস্তান। ফাইনালে ভারতের টপ-অর্ডার ব্যাটসম্যানের সাথে যুদ্ধ হবে পাকিস্তানের পেস বোলিং অ্যাটাকের।
কিন্তু বাংলাদেশের মানুষের সমর্থন যাচ্ছে কার পক্ষে? কে জিতলে লাভবান হবো? এসবও তো ভেবে দেখতে হবে। এই ম্যাচের ওপর নির্ভর করছে বাংলাদেশের দলেরও ভাগ্য। সেটা কেমন?

র‌্যাংকিংয়ের ৬ নম্বরে নিজেদের অবস্থান ধরে রাখতে হলে বাংলাদেশকে নজর রাখতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত-পাকিস্তান ম্যাচের ফলাফলের দিকে। এ ম্যাচে ভারতকে হারিয়ে পাকিস্তান জিতলেই ৯৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশকে টপকে ৭ থেকে ৬ এ চলে যাবে পাকিস্তান।

দীর্ঘ ১১ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে বিদায় করে দিয়ে প্রথমবারের মত আইসিসির কোন ইভেন্টের সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। তবে সেমিতে ভারতের কাছে হেরে আর স্বপ্নের ফাইনাল খেলা হয়নি টাইগারদের। আর ভারতের বিপক্ষে হেরে ১ রেটিং পয়েন্ট হারিয়েও র‌্যাংকিংয়ের এখনো আগের অবস্থানেই রয়েছে বাংলাদেশ।

আজ ভারত চ্যাম্পিয়ন হলে এক রেটিং পয়েন্ট কমবে পাকিস্তানের। ৯২ পয়েন্ট নিয়ে আটে নেমে যাবে দলটি। এদিকে ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে সাতে উঠে আসবে বর্তমানে অষ্টম অবস্থানে থাকা শ্রীলঙ্কা। অপরিবর্তিত থাকবে বাংলাদেশের রেটিং পয়েন্ট এবং র‌্যাংকিংয়ের অবস্থান। তাই ফাইনালে পাকিস্তান হারলেই বাংলাদেশের জন্যই মঙ্গলজনক,। নিরাপদ অবস্থানে অপবর্তিত থেকে যাবে টাইগার বাহিনী

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *