বড় পরাজয়ের সামনে ভারত
যুবরাজ সিংকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন শাদাব খান। এর পরের ওভারেই হাসান আলির শিকার হয়ে ফিরে গেছেন মহেন্দ্র সিং ধোনি।
পাকিস্তানের ৩৩৮ রানের জবাবে ১৪ ওভারে ৫৪ রানে ৫ উইকেটে হারিয়ে ফেলেছে ভারত। উইকেটে আছেন কেদার যাদব ও হার্দিক পাণ্ডিয়া।
টসে হেরে ব্যাট করতে নেমে ফাখার জামানের সেঞ্চুরিতে ৩৩৮ রান করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে মোহাম্মদ আমিরের করা প্রথম ওভারের তৃতীয় বলেই এলবিডব্লিউর ফাঁদে পড়েন গত ম্যাচের সেঞ্চুরিয়ান রোহিত শর্মাকে। এর পরের ওভার করতে এসে কোহলিকে পয়েন্টে শাদাবের ক্যাচে পরিণত করেন। এর ঠিক আগের বলেই স্লিপে আজহার আলি কোহলির ক্যাচ মিস করেছিলেন। এরপরে ইনিংসের নবম ওভারের শেষ বলে উইকেটের পেছনে শিখর ধাওয়ানকে ক্যাচে পরিণত করেন মোহাম্মদ আমির।
এর পরে ১৩তম ওভারের শেষ বলে যুবরাজ সিংকে এলবিডব্লিউ করেন শাদাব খান। পরের ওভারেই হাসান আলির বলে পয়েন্টে ক্যাচ দেন মহেন্দ্র সিং ধোনি।