গাছের সঙ্গে বাসের ধাক্কা, মা-মেয়েসহ নিহত ৩

খাগড়াছড়ির গুইমারা উপজেলার কালাপানি নামক স্থানে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১২ জন। বুধবার (২৮ জুন) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার আলী আহম্মেদ খান জানান, খাগড়াছড়ি থেকে একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম যাওয়ার পথে জেলার গুইমারা উপজেলার কালাপানি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে একজন নারী ও তার শিশু সন্তান এবং একজন পুরুষ মারা যান। তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন ১২ জন। তাদেরকে উদ্ধার করে মানিকছড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে। পুলিশ রাস্তা থেকে বাসটি সরিয়ে অন্যত্র নেওয়ার চেষ্টা করছে।