সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরী এখন কেইম্যানের গভর্নর

0
115306anwar-chowdhury

115306anwar-chowdhury

বাংলাদেশে সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরীকে ২০১৮ সালের মার্চ থেকে ব্রিটেনের কেইম্যান আইল্যান্ডের গভর্নর হিসেবে নিযুক্ত করা হয়েছে। সিলেটের কৃতি সন্তান আনোয়ার চৌধুরী ২০০৪ থেকে চার বছর ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার ছিলেন।

২০০৮ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত আনোয়ার চৌধুরী ব্রিটেনের ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের ইন্টারন্যাশনাল ইন্সটিটিউশন বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ওই দপ্তরের আরও কয়েকটি পদে কাজ করেন তিনি। ২০১৩ সালে তাকে ব্রিটেনের রাষ্ট্রদূত করে পেরুতে পাঠানো হয়।

কেইমেন আইল্যান্ডের আয়তন মাত্র ২৬৪ বর্গকিলোমিটার। লোকসংখ্যা ৬০ হাজার। প্রশাসনিক কাঠামো অনুযায়ী, গভর্নরই এ দ্বীপের প্রধান। ব্রিটিশ সরকারের পরামর্শে রাণী গভর্নরকে নিয়োগ দেন। কেইম্যান আইল্যান্ড হলো বিশ্বের পঞ্চম বৃহত্তম ব্যাংকিং সেন্টার যেখানে ২৭৯টি ব্যাংক রয়েছে এবং এরমধ্যে ২৬০টি আন্তর্জাতিক ব্যবসায়ের জন্য অনুমোদিত।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *