গাজীপুর থেকে ছদ্মবেশে থাকা জেএমবির ২ সদস্য গ্রেফতার

মুদি ব্যবসার আড়ালে ছদ্মবেশে থাকা জেএমবির দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-২।
বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে গাজীপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জগমহনপুর গ্রামের মৃত জোয়াব আলীর ছেলে মো. চাঁন মিয়া (৩৮) ও কুড়িগ্রামের রৌমারী উপজেলার কালুয়াচর গ্রামের মৃত মো. হাসেন মিয়ার ছেলে মো. মজনু মিয়া (২৭)।
শুক্রবার এ তথ্য জানিয়েছেন র্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি রবিউল ইসলাম।
তিনি জানান, গোয়েন্দা ও প্রযুক্তিগত তথ্যের মাধ্যমে র্যাব-২ এর একটি দল বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে গাজীপুরের কামারজুরি রোড বাতিকুলমেশর এলাকা থেকে মো. চাঁন মিয়াকে, পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে হারিকেন রোড শরীফপুর এলাকা থেকে মো. মজনু মিয়াকে গ্রেফতার করে।
এএসপি রবিউল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা নিজেদের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।
এই র্যাব কর্মকর্তা আরও জানান, গ্রেফতারকৃতরা মুদি দোকানের ব্যবসার আড়ালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সাধারণ জনগনকে ফাঁকি দিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের জন্য অর্থ সংগ্রহ, সদস্য সংগ্রহ, শারিরীক অনুশীলনের মাধ্যমে সক্ষমতা অর্জনের চেষ্টা করছিল।