বাংলাদেশের সঙ্গে আলোচনার জন্য দূত পাঠাতে চাইছে অং সান সুচি

0
su

su

চলমান রোহিঙ্গা সংকটের মধ্যে প্রথমবারের মতো বাংলাদেশের সঙ্গে আলোচনার জন্য দূত পাঠাতে চাইছেন মিয়ানমারের নেত্রী ও স্টেট কাউন্সেলর অং সান সুচি। তিনি তার কার্যালয় বিষয়ক মন্ত্রী কিয়াও তিন্ত সুই’কে ঢাকায় পাঠাবেন।

গত ২৫ আগস্ট থেকে রাখাইনে নতুন করে সহিংসতা শুরুর আগেই বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনার জন্য মিয়ানমার সরকারকে অনুরোধ করে আসছিলো। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বাংলাদেশ সফরের জন্য সু চি’র দপ্তরের মন্ত্রীকে বেশ কয়েক মাস আগেই আমন্ত্রণ জানান। কিন্তু মিয়ানমারের পক্ষ থেকে এতোদিন কোনো সাড়া পাওয়া যায়নি। শেষ পর্যন্ত রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক নিন্দা ও চাপের মুখে মিয়ানমার তাদের এই মন্ত্রীকে আলোচনার জন্য বাংলাদেশে পাঠাতে আগ্রহ দেখিয়েছে। দুই পক্ষের সুবিধাজনক সময়ে মন্ত্রী সুই’র বাংলাদেশ সফরসূচি চূড়ান্ত হবে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *