রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র চর্চা নিয়ে বিতর্কের আহবান মোদীর

রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র চর্চা নিয়ে বিতর্কের আহবান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দলগুলোকে এক মঞ্চে আসার আহবান জানান।
রাজধানী দিল্লিতে বিজেপির প্রধান কার্যালয়ে দিওয়ালি মিলন অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী মোদী বলেন, রাজনৈতিক দলগুলো বিতর্কে জড়ায় তবে সেখানে কখনো বিষয় হয় না তাদের নীতি, আদর্শ এবং গণতন্ত্র। খবর টাইমস অব ইন্ডিয়ার
প্রধানমন্ত্রী মোদী বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা নিয়ে বিতর্ক হলে দেশের ভবিষ্যতের জন্য ভাল হবে। গণতন্ত্রের ভবিষ্যত অনেকটাই সুরক্ষিত হবে। এই ধরনের বির্তক হওয়াটা জরুরি বলে মন্তব্য করেন মোদী।
সব রাজনৈতিক দলেই একাধিক কর্মী বা নেতা থাকেন এবং তাদের নানা কথা বলার থাকে উল্লেখ করে মোদী বলেন, ছোট সংগঠন হলে গণতন্ত্র অটুট থাকে। অনেক ক্ষেত্রেই রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র রক্ষা করা হয় না। সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়। তিনি বলেন, দেশবাসীও জানে না দলের মধ্যে কী ধরনের গণতন্ত্র চর্চা হচ্ছে। সেটা তাদের জানাতে হবে।