সাকিবের পর সাইফুদ্দিনের আঘাত

লং অন বাউন্ডারির হাঁকাতে গিয়ে ক্যাচ দিয়ে সাজঘরের ফিরলেন দক্ষিণ আফ্রিকার ভয়ংকর ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। মোহাম্মদ সাইফউদ্দিনের বলে তার ক্যাচ নিয়েছেন ইমরুল কায়েস।
এর আগে অধিনায়ক সাকিব আল হাসানের ঘূর্ণিতে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ২ উইকেট হারায় স্বাগতিকরা। দলীয় ২৩ রানে সাকিবের বলে বোল্ড হয়ে যান ম্যাঙ্গালিসো মোসেলে (৫)। পরের ওভারে বল করতে এসে অধিনায়ক জেপি ডুমিনিকেও (৪) বোল্ড করে দেন বিশ্বসেরা অল-রাউন্ডার।
দক্ষিণ আফ্রিকা সফরের শেষ ম্যাচ তথা টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ইতিমধ্যেই টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছে সাকিব আল হাসানের টিম টাইগার। প্রথম ম্যাচে টসে হেরে ফিল্ডিং করতে হয়েছিল টাইগারদের। ওই ম্যাচ ২০ রানে জিতে ইতিমধ্যেই সিরিজে এগিয়ে আছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ দল: ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন।