অং সান সু চি কানাডার প্রধানমন্ত্রীর চিঠির জবাব দেননি !

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গত ১৮ সেপ্টেম্বর একটি চিঠি দেন মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে। এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেলেও সু চি সেই চিঠির জবাব দেননি।
জাস্টিন ট্রুডো রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতন, বর্বরতা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়ে সু চিকে সেই চিঠি দিয়েছিলেন। তার আগের সপ্তাহে জাস্টিন সরাসরি ফোন করে সু চিকে একই অনুরোধ করেছিলেন।
উক্ত চিঠিতে জাস্টিন মনে করিয়ে দিয়েছিলেন যে, আপনি শান্তিতে নোবেল বিজয়ী হয়ে বহির্বিশ্বে সম্মান পেয়েছেন, আপনি একজন সম্মানজনক কানাডিয়ান। আপনার ক্রমাগত নীরবতা এবং এই আচরণে আপনার সাথী কানাডিয়ানরা গভীর বিস্মিত, হতাশ এবং অত্যন্ত বেদনাক্রান্ত। চার লাখ মানুষকে জবরদস্তিমূলক বাংলাদেশে বিতাড়িত করার মতো নিষ্ঠুর নিপীড়নের আপনার ভূমিকায় বিশ্ববাসী বিস্মিত!
ওই চিঠিতে দ্রুত সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর অত্যাচার বন্ধ, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনা, সেই সাথে রোহিঙ্গাদের দেশে ফিরে নেয়া এবং তাদের নাগরিকত্ব অধিকার ফিরিয়ে দেয়ার জন্য জাস্টিন আহ্বান জানিয়ে ছিলেন।