আইন, সংবিধান ও নাগরিক অধিকার ও একটি মানবিক বাংলাদেশের প্রত্যাশায় গ্রন্থদ্বয়ের মোড়ক উন্মোচন

0
news photo

১৫ জানুয়ারি ২০২৬ রোজ বৃহস্পতিবার, বিকাল ৩.০০ টায় জাতীয় প্রেসক্লাব তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আমাদের প্রকাশিত বিশিষ্ট লেখক-কলামিস্ট, ব্রিটেনের উচ্চ আদালতের প্র্যাকটিসিং ব্যারিস্টার ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের অ্যাডভোকেট ব্যারিস্টার নাজির আহমদ রচিত আইন, সংবিধান ও নাগরিক অধিকার ও একটি মানবিক বাংলাদেশের প্রত্যাশায় গ্রন্থদ্বয়ের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাবেক জেলা জজ ও সুপ্রীম কোর্টের সাবেক রেজিস্ট্রার জেনারেল বিচারক ইকতেদার আহমেদ এর সভাপতিত্বে এবং বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ ইমান আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক সিনিয়র বিচারপতি এএফএম আব্দুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, লন্ডন প্রবাসী ডা. এম আজিজ, বিশিষ্ট প্রকাশক আমিনুল ইসলাম, বিশিষ্ট আইনজীবী এডভোকেট এটিএম মিজানুর রহমান, বিশিষ্ট আইনজীবী বাংলাদেশের সুপ্রিম কোর্ট আপিল বিভাগের এডভোকেট পারভেজ হোসাইন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মুজাক্কের হোসাইন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ধ্রুবতারা প্রকাশনীর প্রকাশক মোঃ আসাদুজ্জামান সরকার।
ব্যারিস্টার নাজির আহমদ তার বক্তব্যে বলেন, জাতির গুরুত্বপূর্ণ সময়ে আমি আইন, সংবিধান ও নাগরিক অধিকার এবং একটি মানবিক বাংলাদেশের প্রত্যাশায় ২টি বই উপহার দিলাম। আশাকরি দেশবাসী কাজে লাগাবে। এসময় উপস্থিত নেতৃবৃন্দ দাড়িয়ে বই দুটির মোড়ক উন্মোচন করেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *