আদালতে জবানবন্দি দিয়েছেন রেইনট্রি হোটেলে ধর্ষণের শিকার দুই ছাত্রী

দিনবদল ডেক্স: আদালতে জবানবন্দি দিয়েছেন বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণের শিকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকার মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিনের খাস কামরায় তাদের জবানবন্দি লিপিবদ্ধ করা হয়।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মো. মান্নান জানান, একটি হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগে আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলায় দায়ের করা হয়। ওই মামলায় আজ দুই ছাত্রীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে।
এর আগে দুপুরের দিকে মামলার তদন্ত কর্মকর্তা ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিদর্শক ইসমত আরা এমি তাদের আদালতে হাজির করেন।
গত ২৮ মার্চ অভিযোগকারী ও তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া আরেক বান্ধবী ধর্ষণের শিকার হন বনানীর রেইনট্রি হোটেলে জন্মদিনের পার্টিতে গিয়ে। ঘটনার এক মাসেরও বেশি সময় পরে গত ৬ মে মামলা দায়ের করেন তারা।
মামলায় আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ (২৬) ও তার বন্ধু নাঈম আশরাফ (৩০), সাদমান সাকিফসহ তাদের গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষীকে আসামি করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, প্রধান দুই আসামি তাদের অস্ত্রের মুখে জোরপূর্বক ধর্ষণ করেছে।