আরব ইসলামিক আমেরিকান শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী

প্রথম আরব ইসলামিক আমেরিকান (এআইএ) শীর্ষ সম্মেলন রোববার বিকেলে সৌদি রাজধানী রিয়াদের বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদ শীর্ষ সম্মেলন উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ৫৬ জন আরব ও মুসলিম নেতা ইতিহাসের প্রথম এ ধরনের সম্মেলনে যোগ দিয়েছেন। খবর বাসসের
শীর্ষ সম্মেলনে যোগদানকারী অন্যান্যের মধ্যে রয়েছেন কুয়েত, কাতার ও সংযুক্ত আরব-আমিরাতের আমির, বাহরাইনের বাদশাহ, ব্রুনাই দারুস সালামের সুলতান, মিসর, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া, বেনিন, লেবানন, মৌরিতানিয়া, তিউনেশিয়া, ফিলিস্তিন, ইরাক ও নাইজারের প্রেসিডেন্ট, পাকিস্তানের প্রধানমন্ত্রী, আলজেরিয়া পার্লামেন্টের চেয়ারম্যান এবং উগান্ডার পররাষ্ট্রমন্ত্রী।
সৌদি বাদশাহর উদ্বোধনী ভাষণের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বক্তব্য দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাতে শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখবেন।
আরব ইসলামিক আমেরিকান শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী
এআইএ সম্মেলনস্থলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সৌদি বাদশাহ—ফোকাস বাংলা
শীর্ষ সম্মেলনের মূল লক্ষ্য হচ্ছে বিশ্বব্যাপী সন্ত্রাস ও জঙ্গিবাদের চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন অংশীদারিত্ব প্রতিষ্ঠা, সহিষ্ণুতা ও সৌহার্দ্যের সম্প্রসারণ এবং শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতকরণের প্রচেষ্টা জোরদার করা।
এর আগে প্রধানমন্ত্রী সম্মেলনস্থলে পৌঁছলে সৌদি বাদশাহ তাকে স্বাগত জানান। এ সময় তারা শুভেচ্ছা বিনিময় করেন।