আসমা কিবরিয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

0
asma kib

asma kib

এস কে দেব: আসমা কিবরিয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। আজ সকালে বনানী কবরস্থানে কবর জিয়ারত শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ২০১৫ সালের এই দিনে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন কিবরিয়া পত্নী বিশিষ্ট চিত্র শিল্পী আসমা কিবরিয়া ।

উল্লেখ্য ১৯৩৭ সালে জন্ম নেওয়া আসমা চিত্রকলা নিয়ে লেখাপড়া করেন নিউইয়র্কের উন আর্ট স্কুল ও ওয়াশিংটনের কোরকোরান স্কুলে।

ওয়াশিংটনে সমসাময়িক মার্কিন শিল্পীদের সঙ্গে কাজের সূত্র ধরে বিমূর্ত ধারার চিত্রকলায় প্রভাবিত হন তিনি। তার কাজ নিয়ে ব্যাংককসহ বিভিন্ন শহরে এ পর্যন্ত দশটি একক প্রদর্শনী হয়েছে।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভা শেষে ফেরার সময় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়া।

কিবরিয়া ১৯৯৬-২০০১ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী ছিলেন। ওই হত্যাকাণ্ড নিয়ে পুলিশের প্রথম দিকের দেওযা তদন্ত প্রতিবেদন নিয়ে আপত্তি ছিল আসমার।

কিবরিয়া হত্যা মামলার সম্পূরক অভিযোগ পত্রেও ‘আসল অপরাধীদের’ আড়াল করা হয়েছে বলে অভিযোগ ছিল তার।

স্বামীর হত্যার বিচারের দাবিতে ‘শান্তির জন্যে নীলিমা’ শীর্ষক এক প্রতিবাদ কর্মসূচির সূচনা করেছিলেন আসমা কিবরিয়া।

শাহ এ এম এস কিবরিয়া ও আসমা কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া একজন অর্থনীতিবিদ। আর তাদের মেয়ে ড. নাজলী কিবরিয়া বোস্টন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সহযোগী অধ্যাপক।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *