ঈদ মোবারক

দীর্ঘ এক মাসের সংযম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে আসছে খুশির ঈদ। ঘরে ঘরে, জনে জনে আনন্দ ও খুশির বার্তা পৌঁছে দেবে ঈদুল ফিতর।
পবিত্র রমজানের শুরু থেকেই এই দিনটির জন্য মুসলিম বিশ্ব অপেক্ষা করে থাকে। বিশ্বজুড়েই মুসলমানরা দিনটি বিশেষ আনন্দঘন পরিবেশে উদ্যাপন করে থাকে। হিংসা, বিদ্বেষ, হানাহানি ভুলে মানুষে মানুষে আনন্দের বন্যা বয়ে যায় এই দিনটিতে। এই আনন্দ উৎসব তখনই তাৎপর্যময় হয়ে ওঠে যখন তা একটি সর্বজনীন রূপ নেয়। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে হয়। তাই ইসলাম ধর্মে ধনী-গরিবের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ারও একটি সুযোগ করে দেওয়া হয়েছে ফিতরা ও জাকাত আদায়ের মাধ্যমে।
ঈদ মুসলমানদের জন্য শুধু একটি ধর্মীয় উৎসবই নয়, সম্প্রীতি-সৌভ্রাতৃত্ব শেখার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষও। এই উৎসবের মাধ্যমে প্রতিটি মুসলমান একে অপরের আরো কাছাকাছি আসে। শুধু মুসলমান নয়, অন্যান্য ধর্মের মানুষের সঙ্গেও আনন্দ ভাগাভাগি করে নেয়।
পবিত্র রমজান আমাদের চিত্তশুদ্ধির যে শিক্ষা দিয়েছে, ঈদুল ফিতর হচ্ছে সেই শিক্ষা কাজে লাগানোর দিন। আজ একটি দিনের জন্য হলেও ধনী-গরিব সবাই দাঁড়াবে এক কাতারে। ভুলে যেতে হবে সব বৈষম্য, সব ভেদাভেদ। হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে নিজেদের মুক্ত করতে হবে। শান্তিপ্রিয় মানুষ হিসেবে সারা বিশ্বে মুসলমানদের মর্যাদা ঊর্ধ্বে তুলে ধরতে হবে। ইসলাম যে প্রকৃত অর্থেই শান্তির ধর্ম, সেটি প্রমাণ করতে হবে। এবারের ঈদে এই হোক আমাদের অন্তরের শপথ।
সবার ঘরে ঘরে পৌঁছে যাক ঈদের সওগাত। আলিঙ্গনের ভেতর দিয়ে সবাই ভুলে যাক হিংসা-বিদ্বেষ। আমাদের ঘরে ঘরে ফিরে আসুক শান্তি ও সমৃদ্ধি। বিস্তৃত হোক সম্প্রীতি ও সৌহার্দ্য। দুর্নীতি ও দারিদ্র্যমুক্ত হোক দেশ। ঈদুল ফিতরে এটাই আমাদের কামনা। আমাদের গ্রাহক, পাঠক, এজেন্ট, বিজ্ঞাপনদাতাসহ সবাইকে জানাই ঈদের আগাম শুভেচ্ছা। ঈদ মোবারক।