ঈদের জামাত কোথায় কখন

0
eid_50461_1498395935

eid_50461_1498395935

বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সোমবার উদযাপিত হবে মুসলিম উম্মাহর বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

রোববার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে জাতীয় চাঁদ দেখা কমিটি বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে।

রাত পোহালেই ঈদের আনন্দ ছড়িয়ে পরবে সারা দেশে।

বরাবরের মতো এবারও ঈদুল ফিতরের প্রধান জামাত হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আয়োজন করা হবে। এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে বলে ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ঈদের প্রথম জামাত সকাল ৭টা : বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। সাড়ে ৭টা : মিরপুরের হারুন মোল্লাহ ঈদগাহ পার্ক, কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ। সকাল পৌনে ৮টা : খিলগাঁও পল্লীমা সংসদ ময়দান। ৮টা : বায়তুল মোকাররম, নয়া পল্টন জামে মসজিদ, দেওয়ানবাগ শরীফ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ, উত্তরখান চাঁনপাড়া জামে মসজিদ, কামরাঙ্গীরচর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান।

সকাল সাড়ে ৮টা : বনানী কেন্দ্রীয় জামে মসজিদ, কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ। পৌনে ৯টা : ফুরফুরা শরিফ। সকাল ৯টা : বায়তুল মোকাররম, হাজারীবাগ গজমহল বড় মসজিদ, কামরাঙ্গীরচর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। সকাল ৯টা ১৫ মিনিট : ঈদের জামাত অনুষ্ঠিত হবে কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে। সকাল সাড়ে ৯টা : দেওয়ানবাগ শরীফ। সকাল ১০টা : বায়তুল মোকাররম, দেওয়ানবাগ শরীফ। পৌনে ১১টা : বায়তুল মোকাররম।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *