ঈদের দিন রাত আটটার সংবাদের পর প্রচারিত হবে: বিশেষ নাটক ‘অ্যাকটিভ বয়েজ’

বিশেষ প্রতিনিধি: ঈদের দিন রাত আটটার বাংলা সংবাদের পর প্রচারিত হবে। বিটিভির ঈদের বিশেষ নাটক ‘অ্যাকটিভ বয়েজ’ নাটকটি রচনা করেছেন মাসউদুল হক, নির্দেশনা ও প্রযোজনা করেছেন: আউয়াল চৌধুরী।
বাংলাদেশের তরুণ যুবক পলাশের ফেসবুক বন্ধু ভিনদেশী তরুণী ইসাবেলা। পলাশের ডাকে ইসাবেলা বার্সেলোনা থেকে ছুটে আসে বাংলাদেশে। এই ঘটনা মিডিয়া এবং চারপাশের মানুষের মধ্যে সৃষ্টি করে নানান প্রতিক্রিয়া। ঘটতে থাকে মজার মজার ঘটনা।
ভার্চুায়ল লাইফ এবং রিয়েল লাইফের সংঘাতকে নিয়ে সমসাময়িক বাস্তবতার সাহসী এক স্যাটায়ার ‘ অ্যাকটিভ বয়েজ’।
নাটকটিতে অভিনয় করছেন: সিদ্দিকুর রহমান, সাব্বির আহমেদ, আয়েশা সালমা মুক্তি, আবুল হায়াত, চিত্রলেখা গুহ, ডা. এজাজ, প্রাণ রায়, আফজাল শরীফ, তারিক স্বপন, এস এম মোহসিন, ফেরদৌসি লিনা, আইরিন পারভিন লোপা, আমিন আজাদ,তারিকুজ্জামান তপন এবং একটি বিশেষ চরিত্রে চেলসিয়া।