উত্তরখান থানার ওসি সিরাজুল হার্ট অ্যাটাকে মৃত্যু

দায়িত্ব পালনকালে নিজ কার্যালয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরখান থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সিরাজুল হক।
বিষয়টি নিশ্চিত করে উত্তরা পূর্ব থানার ওসি তদন্ত শফিকুল গণি সাবু জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হার্ট অ্যাটাক হয় তার। এ সময় তিনি নিজ কার্যালয়ে কাজ করছিলেন।
পরে নিজ গাড়িতে তাকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। দুপুর পৌনে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার বাদ-আছর রাজারবাগে তারা নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ ফরিদপুরের আলফাডাঙ্গায় গ্রামের বাড়িতে নেয়া হবে।
সিরাজুল ইসলাম ১৯৬৫ সালের ২ জানুয়ারি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার হেলেঞ্চা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মৃত আদম আলী।
১৯৮৪ সালে তিনি পুলিশ বাহিনীতে যোগদান করেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।