উত্তরবঙ্গের সঙ্গে রেলযোগাযোগ স্বাভাবিক

0
Mirgapur

Mirgapur

সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার সকাল সোয়া ৯টার দিকে উত্তরবঙ্গের সঙ্গে রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে।

ভোর ৫টার দিকে মির্জাপুর উপজেলার ধেরুয়া রেলক্রসিং এলাকায় রেললাইনের ওপর বিকল ট্রাককে ধাক্কায় দেয় ধূমকেতু এক্সপ্রেস। এর পরই উত্তরবঙ্গের সঙ্গে রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।

এ ঘটনায় ট্রাকচালকসহ তিনজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে গাজীপুরের কালিয়াকৈর হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে এ ঘটনার পর থেকে মহাসড়কে যানচলাচলে ধীরগতি দেখা যায়।

মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার ওসি খলিলুর রহমান পাটওয়ারী জানান, ভোরে উপজেলার ধেরুয়া রেলক্রসিং এলাকায় একটি ট্রাক পার হওয়ার সময় রেললাইনের ওপর বিকল হয়ে পড়ে। এ সময় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে বিকল ট্রাক ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় ট্রাকচালকসহ তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে গাজীপুরের কালিয়াকৈর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর ট্রেনটি রেললাইনে আটকেপড়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সকাল সোয়া ৯টার দিকে রিলিফ ট্রেন এসে দুর্ঘটনাকবলিত ট্রেনটি সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

তবে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে ওসি জানিয়েছেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *