উপনির্বাচনে লড়তে পারেন মমতা ব্যানার্জি

ফাইল ফটো
আন্তর্জাতিক ডেস্ক:
পশ্চিমবঙ্গের ভবানীপুর বিধানসভা আসন থেকে লড়তে পারেন মমতা ব্যানার্জি। এ আসন থেকে বিধায়ক পদ ছেড়ে দিতে চলেছেন শোভনদেব চট্টোপাধ্যায়।
শুক্রবারই ২১ মে শোভনদেব চট্টোপাধ্যায় পদত্যাগ করবেন বলে তৃণমূল জানিয়েছে।
তৃতীয়বারের মতো বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করেছে মমতা ব্যানার্জির তৃণমূল। গত ১০ মে পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব নেন মমতা ব্যানার্জি। ওইদিন নবনির্বাচিত সরকারের মন্ত্রিসভা শপথগ্রহণ করে।
এবারও স্বরাষ্ট্র, তথ্য ও সংস্কৃতি, স্বাস্থ্যসহ মোট ছয়টি দফতর নিজের হাতে রেখেছেন মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেও নিজ আসনে নির্বাচনে হেরে যান মমতা। মুখ্যমন্ত্রী হিসেবে থাকতে হলে তাকে ছয় মাসের মধ্যে অন্য কোনো আসন থেকে নির্বাচন করে জয়ী হতে হবে। এ জন্য ভবানীপুর আসন থেকে পদত্যাগ করতে চলেছেন শোভনদেব চট্টোপাধ্যায়।