কুষ্টিয়ায় বজ্রপাতে শিশুসহ ৫ জন নিহত

কুষ্টিয়ার মিরপুরে বজ্রপাতে শিশুসহ ৫ জন নিহত হয়েছে, এ ঘটনায় আহত হয়েছেন ২ জন। রবিবার দুপুরে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের মশাতলা মাঠ নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
এ সময়ে নিহতরা বৃষ্টি থেকে রক্ষা পেতে উক্তস্থানের একটি বটবৃক্ষের নিচের অস্থায়ী চালার নিচে আশ্রয় নেয়। এ সময় বৃষ্টি সাথে হঠাৎ বজ্রপাতে নিহত ও আহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন, পয়ারী গ্রামের মোশারফ হোসেন (৬০), কুশাবাড়ীয়া গ্রামের আব্দুস সাত্তার (৪০), আট্টিগ্রামের শাহীন (৪২), আবুল কাশেম (৪৫) ও সন্দহ গ্রামের আশিক(১২)। এ ব্যাপারে ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান নিহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, তাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।