খালেদা জিয়ার রায়কে ঘিরে যুবলীগের কঠোর অবস্থান

এস কে দেব: সহিংসতা-সন্ত্রাস মোকাবেলায় সকাল থেকে যুবলীগ মাঠে নামছে । খালেদা জিয়ার রায়কে ঘিরে বিএনপির সহিংসতা-সন্ত্রাস রাজপথে থেকে মোকাবিলা করবে সংগঠনটি।
গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর নেতৃত্বে সকাল থেকে বিএনপির যে কোন সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহত করতে কঠোর অবস্থান রয়েছে যুবলীগ।
বিএনপি কোন ধরনের সন্ত্রাস-নৈরাজ্য করতে দেওয়া হবে না। আমরা রাজপথে থেকেই মোকাবিলা করবো। যেখানেই সন্ত্রাস-নৈরাজ্য করা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।। বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা খালেদা জিয়ার দুর্নীতির মামলার রায়কে কেন্দ্র করে যাতে কোন ধরনের অরাজকতা সৃষ্টি করতে না পারে সেজন্য সতর্ক পাহারা দেবে।