চিকিৎসক-ইঞ্জিনিয়াররাও যাবেন শান্তিরক্ষা মিশনে

0
army20170516212026

army20170516212026

দিনবদল ডেক্স: কুয়েতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে পুলিশের পাশাপাশি চিকিৎসক, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন ক্যাটাগরিতে জনবল পাঠানো হবে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়।

সংসদ সচিবালয় জানায়, বৈঠকে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসা সেবার পরিসীমা নিয়ে আলোচনা হয়। কমিটি হাসপাতালটির চিকিৎসা সেবার পরিসীমা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে। সেই সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সব বাহিনীর বেসামরিক চর্তুথ শ্রেণির কর্মচারীদের পরিবারের সদস্যসহ অবসরপ্রাপ্ত বেসামরিক কর্মচারীদেরও এখানে চিকিৎসা সুবিধা নিশ্চিত করার সুপারিশ করে।

এছাড়া বৈঠকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) কার্যক্রম আধুনিকায়নের জন্য ও সাংগঠনিক কাঠামো আধুনিকীকরণের লক্ষ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগ, আইএসপিআরের ওয়েবসাইট রক্ষণাবেক্ষণের জন্যও প্রযুক্তিজ্ঞানসম্পন্ন জনবল নিয়োগের সুপারিশ করা হয়।

মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, মো. মাহবুবুর রহমান, মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ এবং হোসনে আরা বেগম। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব ও সেনা, বিমান, নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *