ছাত্রদলের সাধারণ সম্পাদক গ্রেফতার

পূর্ব মামলার জেরে জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর পল্টন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। ছাত্রদল সূত্রে জানা যায়, জাতীয় প্রেসক্লাবে ছাত্র ফোরাম একটি অনুষ্ঠান শেষে ফেরার পথে পল্টন মোড়ে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা মিন্টুকে গ্রেপ্তার করেন।
এ বিষয়ে জানতে চাইলে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক গণমাধ্যমকে বলেন, মতিঝিল থানার একটি মামলায় তার নামে আদালত থেকে অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয়, সে কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ আড়াই বছর ধরে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি। রাজধানীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ৭০টির বেশি মামলা রয়েছে।