ছয়ানী উচ্চ বিদ্যালয় অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন
মাহমুদ ফয়সাল: বেগমগঞ্জ উপজেলার সুনামধণ্য শিক্ষা প্রতিষ্ঠান ‘ছয়ানী উচ্চ বিদ্যালয়ে’র অভিভাবক প্রতিনিধি সদস্য নির্বাচন আজ রবিবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় থেকে বিকাল ৪টায় পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ চলে। নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৬ জন পুরুষ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, নারী-১ আসনের অভিভাবক প্রতিনিধি হওয়ার দৌড়ে প্রতিদ্বন্দ্বিতা করেন ২ জন।
আজকের নির্বাচনে পরিচালনার দায়িত্বে ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আলী আশরাফ খান এবং সহকারী শিক্ষা অফিসার জহিরুল ইসলাম।
ছয়ানী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে প্রথম স্থান অধিকার করেন সাবেক (৬ বার নির্বাচিত) অভিভাবক প্রতিনিধি নিজাম উদ্দিন চৌধুরী। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ২৭০(সর্বোচ্চ)।
এছাড়া দ্বিতীয় স্থান অধিকারী মোহাম্মদ উল্লাহ পেয়েছেন ২৬৬ ভোট। তৃতীয় স্থান অধিকারী ইকবাল হোসেন পেয়েছেন ২৪৯ ভোট এবং ২০৭ ভোট পেয়ে চতুর্থ অভিভাবক প্রতিনিধির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ বেল্লাল হোসেন।
অন্যদিকে, নারী ১ আসনের জন্য লড়াই করে নির্বাচিত হয়েছেন নিলুফা ইয়াসমিন। তিনি পেয়েছেন ২৫০ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জোসনা বেগম পেয়েছেন ২১০ ভোট।
টানা ৭ম বার সদস্য নির্বাচিত হওয়ার পর মিঃ নিজাম উদ্দিন চৌধুরী প্রবাসবিডিনিউজ জানান, “সকলের দোয়া ও ভালোবাসায় আমি ৭ম বারের মতো নির্বাচিত হয়েছি। সকল অভিভাবক ও অভিভাবিকাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ।”
“আমি অতীতের ন্যায়ে সামনের ২ বছরও আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করে যাবো ইনশাল্লাহ। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মান উন্নয়ন ও ইভটিজিং মুক্ত শিক্ষার পরিবেশ তৈরিতে কাজ যাবেন বলে জানান মিঃ চৌধুরী।