জনগণের কল্যাণই খালেদা জিয়ার রাজনীতির কেন্দ্রবিন্দু : অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী

0
Photo--

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুরো রাজনৈতিক জীবনই জনগণের কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী লেখক প্রকাশক ফোরামের চেয়ারম্যান, কবি ও সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী। শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) দুপুরে রাজধানীর বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের ভিআইপি সেমিনার কক্ষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “খালেদা জিয়া আজীবন গণতন্ত্র ও মানুষের ন্যায়সঙ্গত অধিকারের পক্ষে লড়াই করেছেন। তিনি কোনোদিন আপস করেননি। জনগণের কল্যাণই ছিল তাঁর রাজনীতির কেন্দ্রবিন্দু।” অধ্যাপক তামিজী আরও বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন।” দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী লেখক প্রকাশক ফোরামের মহাসচিব হাজী মো. জিয়াউদ্দিন জিয়া। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ সাংস্কৃতিক জোটের চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, প্রকাশক জাহাঙ্গীর আলম, কবি তৌহিদুল ইসলাম কনক, শিক্ষক নেতা মো. মনির হোসেন, যুবনেতা মোহাম্মদ মেস্তফা, মানবাধিকারকর্মী মোহাম্মদ নাজমুল হাসান মিলন, মাঈনউদ্দীন প্রমুখ। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং দেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর অবদানের জন্য শ্রদ্ধা জানানো হয়।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *