জনগণের সহযোগিতায় জঙ্গিবাদ দমনে সফলতা এসেছে : আইজিপি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, জনগণের সহযোগিতায় জঙ্গিবাদ দমনে সফলতা এসেছে। প্রধানমন্ত্রীর নির্দেশে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পুলিশ জিরো টলারেন্স নীতিতে অটল রয়েছে।
তিনি বলেন, জনগণ আমাদের সঙ্গে আছে এবং জঙ্গি দমনে আমাদের অনুপ্রেরণা যোগাচ্ছে। জনগণের নিরাপত্তা ও শান্তি-শৃংখলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব পালন করছে। ২০২১ সালে আমরা শান্তিপূর্ণ ও সুন্দর বাংলাদেশ জনগণকে উপহার দিতে চাই। সে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। এর মাধ্যমে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ে ওঠবে।
রবিবার সন্ধ্যায় নগরীর পুলিশ লাইন্স মাঠে কুমিল্লা জেলা পুলিশের দুই দিনব্যাপী বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইজিপির সহধর্মিনী মিসেস শামসুন্নাহার রহমান। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এসএম মনির-উজ-জামান বিপিএম।