জাতিসংঘের হ্যাবিটেট প্রতিবেদন, ঢাকা পৃথিবীর সবচেয়ে ঘনবসতি শহর

0
JdKc7E_86

JdKc7E_86

দিনবদল ডেক্স: জাতিসংঘের হ্যাবিটেট প্রতিবেদনে বাংলাদেশের রাজধানী ঢাকাকে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর হিসেবে উল্লেখ করা হয়েছে। যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকায়ও এ বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে।

প্রতিবেদনটিতে বলা হয়, ঢাকায় প্রতি বর্গকিলোমিটারে ৪৪ হাজার ৫০০ জন মানুষ বসবাস করেন। অন্য ঘনবসতিপূর্ণ শহরগুলোর মধ্যে অধিকাংশের অবস্থান এশিয়া মহাদেশে। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের বাণিজ্যিক শহর মুম্বাই এবং ফিলিপাইনের রাজধানী ম্যানিলার অবস্থান চতুর্থ স্থানে।

বসতির এ ঘনত্ব নির্ধারণে মূল শহরের আশপাশের অধিবাসীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে জাতিসংঘের ডেমোগ্রাফিক ইয়ারবুকে বসতির ঘনত্ব নির্ধারণে শুধু মূল শহরের অধিবাসীদেরকে ধরা হয়েছে। সেই হিসেবে ম্যানিলা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর। ইউরোপের প্যারিস, এথেন্স এবং বার্সেলোনা, উত্তর আমেরিকার নিউইয়র্ক এবং অস্ট্রেলিয়ার সিডনি এ তালিকায় অন্তর্ভুক্ত।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *