জিয়া ক্ষমতায় থেকে বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করে বিদেশে পাঠিয়েছেন :কাদের

0
kader

kader

জাতীয় নির্বাচন প্রসঙ্গে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি একবার বলে তত্ত্বাবধায়ক সরকার, আবার বলে সহায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এটি কি মামার বাড়ির আবদার? নির্বাচন মামার বাড়ির আবদার নয়।

শুক্রবার দুপুরে জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী উচ্চবিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিশ্বের অন্যান্য দেশের ন্যায় সংবিধান অনুযায়ী দেশের চলমান সরকারের অধীনেই নির্বাচন হবে। শেখ হাসিনার সরকার নির্বাচন কমিশনকে সহায়তা করবে।

আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে দলটির সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ ও মুক্তিযোদ্ধাদের বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে এবং শেখ হাসিনাকে বাঁচাতে হবে।

তিনি বলেন, চলমান উন্নয়ন কর্মকাণ্ড সমাপ্ত করতে এ দেশে শেখ হাসিনার সরকার আরেকবার দরকার। তাই আগামী নির্বাচনে আবারও শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট দেবেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে দেয়া বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আপনি কাকে ক্ষমা করে দিয়েছেন? আপনার কাছে কে ক্ষমা চেয়েছেন? শেখ হাসিনা কখনই কারও কাছে মাথা নত করেননি।

তিনি বলেন, ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে হত্যার ঘটনা এবং একুশে আগস্টের গ্রেনেড হামলার নেপথ্যে কারা ছিল- বাংলার মানুষ তা জানে। জিয়াউর রহমান ক্ষমতায় থেকে বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করে বিদেশে পাঠিয়েছেন। ওই সব খুনিকে ক্ষমা করা যায় না।

সভায় অন্যদের মধ্যে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এবং জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ বক্তব্য দেন।

এর আগে শুক্রবার দুপুরে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হেলিকপ্টারযোগে মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এসে নামেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *