টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

0
1498205161

1498205161

আজ ২৩ জুন, বাংলাদেশ আওয়ামী লীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৪৯ সালের এইদিনে পুরান ঢাকার রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ নামে এই দলটি প্রতিষ্ঠা লাভ করে। পরে ‘মুসলিম’ শব্দটি বাদ দিয়ে অসাম্প্রদায়িক সংগঠন হিসেবে আওয়ামী লীগের প্রসার ঘটে।

প্রতিষ্ঠার পর থেকেই এ দেশে পাকিস্তানি সামরিক শাসনের বিরুদ্ধে সব আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে আওয়ামী লীগ। ১৯৬৬ সালে ছয় দফাভিত্তিক বাঙালির স্বাধিকার আন্দোলন ও ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে সাফল্যের পথ ধরে ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে জনগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগকে নিরঙ্কুশ রায় দেয়। ১৯৭১ সালে আওয়ামী লীগের নেতৃত্বে শুরু হয় মুক্তিযুদ্ধ। দীর্ঘ নয় মাস সশস্ত্র যুদ্ধের পর ওই বছরের ১৬ ডিসেম্বর স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদ্বয় ঘটে।

1498204645_0

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর পাল্টে যায় দেশের রাজনৈতিক দৃশ্যপট। পরে দীর্ঘ সময় ধরে দলটি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেয়। দীর্ঘ ২১ বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে ১৯৯৬ সালের ২৩ জুন আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসে। ২০০১ সালের ১ অক্টোবরের নির্বাচনে পরাজয় এবং ২০০৭ এর ১১ জানুয়ারির পর আরেক দফা বিপর্যয় কাটিয়ে দলটি ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে তিন চতুর্থাংশ আসনে বিজয়ী হয়। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে দলটি টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসে। বর্তমান রাষ্ট্রক্ষমতায় দলটির ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতির জনকের স্মৃতি বিজড়িত গোপালগঞ্জ টুঙ্গীপাড়ায় আজ ভোরে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত ও তার প্রতিকৃতিতে মাল্যদান করেন বাংলাদেশ আওয়ামী লীগের। আওয়ামী লীগ প্রতিষ্ঠা জাতির জনক শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরত কামনা করে মোনাজাত করা হয়।

1498204646_1

এ সময় আওয়ামী লীগ নেতার মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এস এম কামাল হোসেন, এ্যাড. আমিরুল ইসলাম মিলন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি ইমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খান, টুঙ্গিপাড়া উপজেলা সভাপতি আব্দুল হালিম শেখ প্রমুখ।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *