ট্রাম্প ‘আন্তর্জাতিক ভাড়াটে গুণ্ডা’ : মাহাথির মুহাম্মদ

0
mahathir_66586_1513480312

mahathir_66586_1513480312
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘আন্তর্জাতিক ভাড়াটে গুণ্ডা’ বললেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মদ। পবিত্র ভূমি জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ায় শুক্রবার তাকে ‘ভিলেন’ হিসেবেও আখ্যা দেন তিনি। খরব রয়টার্সের।

৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা দেন ট্রাম্প। এ ঘোষণার পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। ট্রাম্পের সিদ্ধান্তের জেরে কুয়ালালামপুরে মার্কিন দূতাবাসের সামনে এক বিক্ষোভে অংশ নেন ৯৩ বছর বয়সী মাহাথির। সমাবেশ তিনি প্রশ্ন তোলেন, ট্রাম্পের এ সিদ্ধান্তকে কেন সন্ত্রাসবাদ বলা হবে না? মাহাথির বলেন, আমরা আন্তর্জাতিক ভাড়াটে মস্তানকে দেখছি। ট্রাম্প, নিজের মতো কাউকে খুঁজে নিন। জেরুজালেম ইস্যুতে কিছু করলে মুসলিমরা ফুঁসে উঠবে।

মাহাথির আরও জানান, মার্কিন প্রেসিডেন্ট খেতাবধারী এই ভিলেনকে ঠেকাতে আমরা আমাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করব। এছাড়া মুসলিম দেশগুলোকে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নেরও আহ্বান জানান তিনি।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *