দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের শোক
দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সকল সদস্য ও নেতৃবৃন্দ।
অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মোঃ নূরুল ইসলাম ও মহাসচিব মোঃ মোজাহিদুল ইসলাম সেলিম বলেন যে, বাংলাদেশের গণতন্ত্রের অতন্দ্র প্রহরী, মাদার অব ডেমোক্রেসি এবং আমাদের চিরকালের প্রেরণার উৎস বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকাবস্থায় মঙ্গলবার ভোর ০৬:০০ টার দিকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর।
সভাপতি মোঃ নূরুল ইসলাম বলেন, আজ শুধু একটি রাজনৈতিক শূন্যতা তৈরি হয়নি, বরং বাংলাদেশ তার মমতাময়ী অভিভাবককে হারালো। বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে তিনি যেভাবে প্রতিকূল সময়ে দেশের হাল ধরেছিলেন, তা বিশ্ব ইতিহাসে বিরল। তিনি ছিলেন হিমালয়সম ধৈর্যের প্রতীক। কারাবরণ, অসুস্থতা আর সন্তান হারানোর ব্যক্তিগত শোককে তুচ্ছ করে তিনি আমৃত্যু এদেশের মানুষের ভোটাধিকারের জন্য আন্দোলন করে গেছেন। তাঁর মৃত্যুতে একটি ঐতিহাসিক আপোসহীন ইতিহাসের অবসান ঘটলো।
আমরা মহান রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করি, তিনি যেন এই মহীয়সী নারীকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন, আমিন আমিন আমিন। আল্লাহ যেন তাঁর শোকসন্তুপ্ত সপরিবার এবং দেশবাসীকে এই শোক সইবার শক্তি দান করেন।
