দেশে সিটিং সার্ভিসের নামে চিটিং চলছে: সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,বাংলাদেশে সড়ক দুর্ঘটনা এখন দুর্ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশে সিটিং সার্ভিসের নামে চলছে চিটিং সার্ভিস। মনে হয় দেখার কেউ নেই।
শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সোনাখালী এলাকায় অবস্থিত র্যাংগস গ্রুপের বৃহত্তম গাড়ি সংযোগ প্ল্যান্টের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন,ইকোনমিক ইন্টেলিজেন্সের বার্ষিক রিপোর্টে বলা হয়েছে- ১৪০টি দেশের রাজধানীর মধ্যে ঢাকার অবস্থান ১৩৭তম। যা যুদ্ধ বিধ্বস্ত লিবিয়া, ঘানা, নাইজেরিয়ার রাজধানীর চাইতেও খারাপ। এ দুর্নামের অন্যতম কারণ হল ফিটনেস বিহীন গাড়ি।
রোহিঙ্গাদের দুর্বিষহ জীবনের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মনটা পড়ে থাকে কক্সবাজারের উখিয়া-টেকনাফে। যেখানে ভাই হারা বোন, সন্তান হারা মা, স্বামী হারা নববধূর ফরিয়াদে কক্সবাজারের সমুদ্রের বাতাস ভারি হয়ে উঠেছে। আওয়ামী লীগ এ মুসলিম রোহিঙ্গাদের সঙ্গে রয়েছে।
সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতুর কাজ কিছুদিনের মধ্যে দৃশ্যমান হবে। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণে পৃথিবীর দীর্ঘতম পদ্মা সেতু আমাদের নিজস্ব অর্থায়নে নির্মিত হচ্ছে। এ পদ্মা সেতুর জন্য আমরা ৩০ হাজার কোটি টাকা ফান্ড করেছি। এ টাকা সবই বাংলাদেশের। দেশে ডাবল ডেকার বাস দেখেছেন। এবার আমরা দেখাব ডাবল ডেকার সেতু। যার মধ্যে বাস ও ট্রেন দুটোই চলবে।
র্যাংগস মটরস’র ব্যবস্থাপনা পরিচালক সোহানা রউফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটিডের চিফ অফ ইন্টারন্যাশনাল অপারেশনস আরবিন্দ ম্যাথিউ, র্যাংগস গ্রুপের চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক উপ-সম্পাদক এএইচ এম মাসুদ দুলাল, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামসহ র্যাংগস গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে র্যাংগস মটরস’র ব্যবস্থাপনা পরিচালক মিস সোহানা রউফ চৌধুরী বলন,সংযোজন প্ল্যান্ট আনুষ্ঠানিকভাবে চালু করতে পেরে আমরা আনন্দিত। প্রাথমিকভাবে নতুন এই প্ল্যান্ট থেকে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটিডের পিকআপ ভ্যান ও হিউম্যান হলার সংযোজন করলেও ধীরে ধীরে অন্যান্য ব্রান্ডের গাড়িও সংযোজন করা হবে। সুপরিসর প্ল্যান্ট ও ফ্রেবিকেশনের জন্য পৃথক স্থানের সুবিধা থাকায় সংযোজন প্রক্রিয়ায় আমাদের কোনো প্রকার অতিরিক্ত সহয়তার প্রয়োজন হবে না।