ধানমন্ডিতে গিগল বাংলাদেশ এর নতুন শাখা

ফ্যাশন চেইন গিগল বাংলাদেশ রাজধানীর ধানমন্ডির রাপা প্লাজায় তাদের ৪র্থ শাখার যাত্রা শুরু করেছে। ১৫ মে জমকালো আয়োজনে গিগল বাংলাদেশ এর ৪র্থ শাখার শুভ উদ্ধোধন হয়। গিগল বাংলাদেশ এর ৪র্থ শাখার উদ্বোধন করেন চিত্রনায়িকা সানজানা মিতু। সাথে ছিলেন গিগল বাংলাদেশ এর চেয়ারম্যান এনায়েত হোসেন ও গিগল ইন্ডিয়া এর চেয়ারম্যান সুচেতা মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন সময়ের আলোচিত মডেল ও চিত্রনায়ক শিপন, কণ্ঠশিল্পী জান্নাত পুষ্প সহ আরো অনেকে।
গিগল বাংলাদেশ চেয়ারম্যান এনায়েত হোসেন বলেন- বাংলাদেশে গিগল গুলশান পুলিশ প্লাজায় প্রথম শাখা হওয়ার পর ভোক্তাদের চাহিদার ভিত্তিতে মিরপুরে ২য় শাখার উদ্বোধন করা হয়েছিল তারপর চট্টগ্রামে আমাদের ৩য় শাখার পর উদ্বোধন করেছি ধানমন্ডির রাপা প্লাজায়। আপনারা আমাদের আউটলেটগুলোতে আসুন। আশা করি আমাদের প্রচেষ্টা আপনাদের ভালো লাগবে।
গিগল ফ্যাশন হাউজে পুরুষদের প্যান্ট শার্ট জুতা, ঘড়ি, পাঞ্জাবিসহ ফ্যাশনের সব পণ্য পাওয়া যাবে। এছাড়াও নারীদের সালোয়ার কামিজ, ওয়েস্টার্ন ড্রেস, ভ্যানিটি ব্যাগ, জুতা, কসমেটিকস, পারফিউমসহ সাজগোজের সব ধরনের জিনিসের সমাহার থাকছে। আছে শিশুদের জন্যও সব ধরনের ফ্যাশন আইটেম।