নারীদের খোঁচা দিয়ে কথা বলে তোপের মুখে বিরোধীদলীয় এমপি

0

Sangshad

জাতীয় সংসদে বিরোধীদলীয় এমপি ফখরুল ইমামের একটি বক্তব্যে তীব্র আপত্তি জানিয়েছেন নারী সংসদ সদস্যরা। তাদের প্রতিবাদের মুখে পরে বাধ্য হয়ে নিজের বক্তব্য প্রত্যাহার করেন ফখরুল ইমাম।

বৃহস্পতিবার জাতীয় সংসদে এ ঘটনা ঘটে। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন অধিবেশনে সভাপতিত্ব করছিলেন। উপস্থিত ছিলেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

প্রস্তাবিত বাজেটের ওপর মঞ্জুরি দাবি ও ছাঁটাই প্রস্তাবের ওপর বক্তব্য দিতে গিয়ে ফখরুল ইমাম বলেন, ‘মেয়েদের বড় গুণ তারা শোনে তিন লাইন, বোঝে ১৩ লাইন আর লেকচার দেয় ৯৩ লাইন।’

তার এ বক্তব্যে তীব্র আপত্তি জানান সংসদে উপস্থিত নারী এমপিরা। এ অবস্থায় নিজের বক্তব্য প্রত্যাহার করে নেন তিনি।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *