পদত্যাগপত্র দিয়েছেন হাথুরুসিংহে!

দক্ষিণ আফ্রিকা সফরের ব্যর্থতা এবং বিসিবি সভাপতি নাজমুল ইসলাম পাপনের বক্তব্যের পর এবার পদত্যাগপত্র দিলেন জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে! ক্রিকেট বিষয়ক জনপ্রিয় সাইট ক্রিকইনফোর এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে! দক্ষিণ আফ্রিকা সফর শেষে বর্তমানে ছুটিতে আছেন টাইগার কোচ।
শ্রীলঙ্কার এই রাশভারী কোচের অধীনে ক্রিকেটে একের পর এক সাফল্য পেয়েছে বাংলাদেশ।
তবে গত কয়েকমাস ধরে তার দল নির্বাচনে একনায়কতন্ত্র; প্রচুর ছুটি নেওয়া ছাড়াও বিভিন্ন ইস্যুতে ব্যাপক সমালোচনা হচ্ছিল। সর্বশেষ ব্যর্থতায় ভরা দক্ষিণ আফ্রিকা সফর শেষে তার ছুটিতে যাওয়া নিয়ে সমালোচনা দানা বাঁধে। খোদ বিসিবি সভাপতি বলেন, হাথুরুকে ছুটি থেকে ডেকে এনে দলের ব্যর্থতার কারণ জিজ্ঞেস করবেন। গত মাসের শেষের দিকে ওই ঘটনার পর আজ বৃহস্পতিবার ক্রিকইনফো এমন সংবাদ প্রকাশ করল।
তবে বিসিবির কোনো কর্মকর্তা বিষয়টি নিয়ে মন্তব্য করতে রাজি হননি। সেই পদত্যাগপত্র বিসিবি গ্রহণ করেছে কিনা কিংবা করবে কিনা তার ওপর নির্ভর করছে লঙ্কান কোচের ভবিষ্যৎ। এদিকে বেশ কিছুদিন ধরেই জোর গুঞ্জন শোনা যাচ্ছে যে, হালের বিধ্বস্ত শ্রীলঙ্কান ক্রিকেট দলের কোচ হিসেবে হাথুরুকে চাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। ইতিমধ্যে নাকি আলোচনাও শুরু হয়ে গেছে। ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি আছে হাথুরুর।