বাংলাদেশ সফরের আশা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প

0
Sheikh-Hasina-trump20170522121232

Sheikh-Hasina-trump20170522121232

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে বাংলাদেশ সফরের আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব ইসলামিক আমেরিকান (এআইএ) সম্মেলনে শেখ হাসিনা ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে রোববার শুভেচ্ছা বিনিময় হয়।

এ সময় ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা। ট্রাম্প প্রধানমন্ত্রীর আমন্ত্রণ গ্রহণ করে বাংলাদেশ সফরের আশা প্রকাশ করেন। সম্মেলন শেষে পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণের জবাবে ট্রাম্প বলেছেন, ‘হ্যাঁ, আমি আসব।’

এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল হক ও উপ প্রেস সচিব মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রথম আরব-ইসলামিক-আমেরিকান শীর্ষ সম্মেলনে রোববার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখেন। সন্ত্রাসীদের অস্ত্র ও অর্থায়নের জোগান বন্ধে বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে মুসলিম দেশগুলোর প্রতি মুসলিম উম্মাহর মধ্যে বিভেদ সৃষ্টি বন্ধ ও শান্তির নীতি অবলম্বনের জন্য আন্তর্জাতিক পর্যায়ে সংলাপে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এটি সকলের জন্য বিজয়-বিজয় পরিস্থিতি তৈরি করবে।’

অনুষ্ঠানে সৌদি আরবের বাদশা ও দুটি বড় মসজিদের খাদেম সালমান বিন আবদুল আজিজ আল সৌদ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আরব ও অন্যান্য মুসলিম দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা বক্তব্য রাখেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *