বাল্যবিবাহ আইনের বিশেষ ধারা ১৯ বাতিলের দাবিতে সমাবেশ

বিশেষ প্রতিবেদক :বাল্যবিবাহ নিরোধ আইনের বিশেষ ধারা ১৯ বাতিলের দাবিতে সমাবেশ, গণস্বাক্ষরসহ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র।
রোববার জাতীয় প্রেস ক্লাব চত্বরে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সীমা দত্ত। বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মনি দীপা ভট্টাচার্য, ঢাকা নগর শাখার দপ্তর সম্পাদক ইভা মজুমদার, সদস্য সুস্মিতা রায়।
সমাবেশ শেষে সভাপতি সীমা দত্তের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি প্রদান করে।
সীমা দত্ত বলেন, সরকার জনগণের মত উপেক্ষা করে সম্পূর্ণ স্বৈরাচারী কায়দায় নারী-পুরুষ উভয়ের জন্য বিয়ের বয়সের ক্ষেত্রে বিশেষ বিধান রেখে ‘বাল্যবিবাহ নিরোধ আইন’ পাস করেছে। যে দেশে আইন অনুযায়ী, ১৮ বছরের নিচে সব মানবসন্তানকে শিশু বিবেচনা করা হয়, সেখানে ১৮ বছরের নিচে বিয়ের বিধান শিশুর বিয়েকে বৈধতা দেওয়ার শামিল।